World Economy- Episode-02

World Economy- Episode-02

চাকুরীপ্রার্থীও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আজ ‘বিশ্ব অর্থনীতি- ২য় পর্ব।

১. প্রশ্ন : মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ করেছিল? 
উত্তর : ১৯৭৩ সালে।

২. প্রশ্ন : আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশি সম্পদশালী? 
উত্তর : দক্ষিণ আফ্রিকা।

৩. প্রশ্ন : মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? 
উত্তর : হংকং।

৪. প্রশ্ন : কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি? 
উত্তর : পেরু।

৫. প্রশ্ন : ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে? 
উত্তর : ১৮৬১ সালে।

৬. প্রশ্ন : বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর : ২৭ ডিসেম্বর ১৯৪৫।

৭. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি? 
উত্তর : ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত।

৮. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি? 
উত্তর : ভারত।

৯. প্রশ্ন : বিশ্ব ব্যাংকের সদর দফতর কোথায়? 
উত্তর : ওয়াশিংটন ডি.সি।

১০. প্রশ্ন : বিশ্ব ব্যাংকের কার্যক্রম কবে শুরু হয়? 
উত্তর : ২৫ জুন ১৯৪৬।
বিশ্ব অর্থনীতি- ২য় পর্ব | World Economy- Episode-02
১১. প্রশ্ন : বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত? 
উত্তর : ১৮৬টি।
বিশ্ব অর্থনীতি- ১ম পর্ব | World Economy- Episode-01 ১২. প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু করে? 
উত্তর : ১৯৬৬ সালে।

১৩. প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়? 
উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

১৪. প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত? 
উত্তর : ৬৭।

১৫. প্রশ্ন : ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর : ২০ অক্টোবর ১৯৭৫।

১৬. প্রশ্ন : ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত? 
উত্তর : ৫৬টি।

১৭. প্রশ্ন : ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়? 
উত্তর : জেদ্দা, সৌদি আরব।

১৮. প্রশ্ন : বিশ্ব ব্যাংক থেকে কোন দেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে? 
উত্তর : ভারত।

১৯. প্রশ্ন : বর্তমানে আইএমএফ’র সদস্য সংখ্যা কত? 
উত্তর : ১৮৫।


২০. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন দেশে? 
উত্তর : চীন।
pakistan gdp, top 10 richest country in the world 2019, japan gdp, uk gdp, world bank gdp ranking, germany gdp, imf world economic outlook 2020, gdp forecast by country 2020, world economic outlook 2019 pdf, imf global recession, world economic outlook 2015, world economic database october 2019, global economy articles, current global economy, world economy collapse, world economy journal, financial times asia, ny financial times, june 2020 economy, economic situation in usa today, the global economy data, list of economic indicators, country economic comparisons, country comparison statistics, gdp per capita ranking 2017 world bank, global economic outlook 2020, world bank gdp forecast 2030, gdp growth by country 2020, economic prospects meaning, world bank report 2020.

Post a Comment

0 Comments