চাকুরীপ্রার্থীও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আজ ‘বিখ্যাত মরুভূমি- ২য় পর্ব’ এর বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : মজাভে মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- উত্তর আমেরিকা।
২. প্রশ্ন : মজাভে মরুভূমির আয়তন কত? উত্তর :- ১৫,০০০ বর্গমাইল।
৩. প্রশ্ন : নামিয়ান মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- সুদান।
৪. প্রশ্ন : নামিয়ান কোন ধরনের মরুভূমি? উত্তর :- উপকূলবর্তী শীতল মরুভূমি।
৫. প্রশ্ন : নামিয়ান মরুভূমির আয়তন কত? উত্তর :- ১,০০,০০০ বর্গমাইল।
৬. প্রশ্ন : আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- চিলি।
৭. প্রশ্ন : আটাকামা কোন ধরনের মরুভূমি? উত্তর :- উপকূলবর্তী শীতল মরুভূমি।
৮. প্রশ্ন : আটাকামা মরুভূমির আয়তন কত? উত্তর :- ৫৪,০০০ বর্গমাইল।
৯. প্রশ্ন : গোবি মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- মঙ্গোলিয়া, চীন।
১০. প্রশ্ন : গোবি কোন ধরনের মরুভূমি? উত্তর :- নাতিশীতোষ্ণ।
১১. প্রশ্ন : গোবি মরুভূমির আয়তন কত? উত্তর :- ৫,০০,০০০ বর্গমাইল।
১২. প্রশ্ন : প্যাটাগনিয়ান মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- আর্জেন্টিনা।
১৩. প্রশ্ন : প্যাটাগনিয়ান কোন ধরনের মরুভূমি? উত্তর :- নাতিশীতোষ্ণ।
১৪. প্রশ্ন : প্যাটাগনিয়ান মরুভূমির আয়তন কত? উত্তর :- ৩,০০,০০০ বর্গমাইল।
১৫. প্রশ্ন : গ্রেট বেসিন মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- উত্তর আমেরিকা।
১৬. প্রশ্ন : গ্রেট বেসিন কোন ধরনের মরুভূমি? উত্তর :- নাতিশীতোষ্ণ।
১৭. প্রশ্ন : গ্রেট বেসিন মরুভূমির আয়তন কত? উত্তর :- ১,৯০,০০০ বর্গমাইল।
১৮. প্রশ্ন : টাকলা মাকান মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- চীন।
১৯. প্রশ্ন : টাকলা মাকান কোন ধরনের মরুভূমি? উত্তর :- নাতিশীতোষ্ণ।
২০. প্রশ্ন : টাকলা মাকান মরুভূমির আয়তন কত? উত্তর :- ১,৪০,০০০ বর্গমাইল।
0 Comments