চাকুরীপ্রার্থীও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আজ ‘বিখ্যাত মরুভূমি-১ম পর্ব’ এর বিশেষ আয়োজন।
ভারতের মরুভূমি
১. প্রশ্ন : সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- উত্তর আফ্রিকা।
মরুভূমির গাছ
২. প্রশ্ন : সাহারা মরুভূমির আয়তন কত? উত্তর :- ৩৫,০০,০০০ বর্গমাইল।
মরুভূমির প্রাণী
৩. প্রশ্ন : গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- অস্ট্রেলিয়া।
পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি
৪. প্রশ্ন : গ্রেট ভিক্টোরিয়া মরুভূমির আয়তন কত? উত্তর :- ২,৫০,০০০ বর্গমাইল।
মরুভূমির উদ্ভিদ
৫. প্রশ্ন : কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- দক্ষিণ আফ্রিকা।
মরুভূমির উদ্ভিদের নাম
৬. প্রশ্ন : কালাহারি মরুভূমির আয়তন কত? উত্তর :- ২,২৫,০০০ বর্গমাইল।
শীতল মরুভূমি
৭. প্রশ্ন : গ্রেট স্যান্ডি মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর : অস্ট্রেলিয়া।
মরুভূমির নাম
৮. প্রশ্ন : গ্রেট স্যান্ডি মরুভূমির আয়তন কত? উত্তর : ১,৫০,০০০ বর্গমাইল।
৯. প্রশ্ন : চিহুয়াহুয়ান মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর : মেক্সিকো।
১০. প্রশ্ন : চিহুয়াহুয়ান মরুভূমির আয়তন কত? উত্তর :- ১,৪০,০০০ বর্গমাইল।
১১. প্রশ্ন : গিবসন মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- অস্ট্রেলিয়া।
১২. প্রশ্ন : গিবসন মরুভূমির আয়তন কত? উত্তর :- ১,২০,০০০ বর্গমাইল।
১৩. প্রশ্ন : থর মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- ভারত-পাকিস্তান।
১৪. প্রশ্ন : গিবসন মরুভূমির আয়তন কত? উত্তর :- ১,০০,০০০ বর্গমাইল।
১৫. প্রশ্ন : পশ্চিম আরব মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- মধ্যপ্রাচ্য।
১৬. প্রশ্ন : পশ্চিম আরব মরুভূমির আয়তন কত? উত্তর :- ৭০,০০০ বর্গমাইল।
১৭. প্রশ্ন : সোনোরান মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- মেক্সিকো।
সাধারণ জ্ঞান
১৮. প্রশ্ন : সোনোরান মরুভূমির আয়তন কত? উত্তর :- ৭০,০০০ বর্গমাইল।
১৯. প্রশ্ন : সিম্পসন অ্যান্ড স্টার্ট স্টোনি মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- অস্ট্রলিয়া।
২০. প্রশ্ন : সিম্পসন অ্যান্ড স্টার্ট স্টোনি মরুভূমির আয়তন কত? উত্তর :- ৫৬,০০০ বর্গমাইল।
0 Comments