General Knowledge "Famous Desert" - The Last Episode | সাধারণ জ্ঞান “বিখ্যাত মরুভূমি”- শেষ পর্ব

General Knowledge "Famous Desert" - The Last Episode | সাধারণ জ্ঞান “বিখ্যাত মরুভূমি”- শেষ পর্ব

চাকুরীপ্রার্থীও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আজ ‘বিখ্যাত মরুভূমি- শেষ পর্ব’ এর বিশেষ আয়োজন।


১. প্রশ্ন : কলোরাডো প্লেটো মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- উত্তর আমেরিকা।


২. প্রশ্ন : কলোরাডো প্লেটো কোন ধরনের মরুভূমি? উত্তর :- নাতিশীতোষ্ণ।

সাধারণ জ্ঞান 

৩. প্রশ্ন : কলোরাডো প্লেটো মরুভূমির আয়তন কত? উত্তর :- ১,৩০,০০০ বর্গমাইল।

ভারতের মরুভূমি

৪. প্রশ্ন : কারাকাম মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- তুর্কমেনিস্তান।

মরুভূমির গাছ

৫. প্রশ্ন : কারাকাম কোন ধরনের মরুভূমি? উত্তর :- নাতিশীতোষ্ণ।

মরুভূমির প্রাণী

৬. প্রশ্ন : কারাকাম কোন ধরনের মরুভূমি? উত্তর :- ১,০০,০০০ বর্গমাইল।

পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি

৭. প্রশ্ন : কিজিল-কুম মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- কাজাকিস্তান।

মরুভূমির উদ্ভিদের নাম

৮. প্রশ্ন : কিজিল-কুম কোন ধরনের মরুভূমি?  উত্তর :- নাতিশীতোষ্ণ।

মরুভূমির নাম

৯. প্রশ্ন : কিজিল-কুম মরুভূমির আয়তন কত? উত্তর :- ১,০০,০০০ বর্গমাইল।

শীতল মরুভূমি

১০. প্রশ্ন : ইরানিয়ান মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর :- ইরান।

মরুভূমির উদ্ভিদ

১১. প্রশ্ন : ইরানিয়ান কোন ধরনের মরুভূমি? উত্তর :- নাতিশীতোষ্ণ।


১২. প্রশ্ন : ইরানিয়ান মরুভূমির আয়তন কত? উত্তর :- ১,০০,০০০ বর্গমাইল।


১৩. প্রশ্ন : নামিয়ান কোন ধরনের মরুভূমি? উত্তর :- উপকূলবর্তী শীতল মরুভূমি।


১৪. প্রশ্ন : আটাকামা কোন ধরনের মরুভূমি? উত্তর :- উপকূলবর্তী শীতল মরুভূমি।


১৫. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? উত্তর :- সাহারা মরুভূমি।


১৬. প্রশ্ন : সাহারা কোন ধরনের মরুভূমি? উত্তর :- উষ্ণ মরুভূমি।


১৭. প্রশ্ন : সাহারা মরুভূমির জনসংখ্যা কত? উত্তর :- ২০ লক্ষ।

সা

১৮. প্রশ্ন : কোন মরুভূমিকে উটের রাজ্য বলা হয়? উত্তর :- সাহারা মরুভূমি।

সাধারণ জ্ঞান 

১৯. প্রশ্ন : মরুভূমিকে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে? উত্তর :- তিন শ্রেণিতে।

সাধারণ জ্ঞান “বিখ্যাত মরুভূমি”

২০. প্রশ্ন : মরুভূমির শ্রেণিগুলো কী কী? উত্তর :- উষ্ণ, শীতল ও নাতিশীতোষ্ণ।


Post a Comment

0 Comments